এ যেন ভাগ্যের খেলা! পেতেও পারেন, আবার না-ও পেতে পারেন। চিকিৎসকের দেখা না পেলে কপাল খারাপ। জটিল পরিস্থিতিতে রোগীদের জীবন-মরণ সমস্যার সম্মুখীন হতে হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দেড় মাস ধরে এমন অবস্থা চলে আসছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ২১ জন চিকিৎসকের প্রয়োজন। কিন্তু রয়েছেন মাত্র তিনজন। তাঁদের মধ্যে একজন চক্ষু বিশেষজ্ঞ, একজন সার্জারি এবং অপরজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গত ...

